খুলনার আড়ংঘাটা ও ফুলতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো সাতজন। শুক্রবার বিকেল ও রাতে এসব ঘটনা ঘটে, পুলিশ জানায় রাত নটার দিকে খুলনা নগরের আড়ংঘাটা বাইপাস সড়কের আড়ংঘাটা মোড়ে পিকআপ মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে দুইজন মারা যায়।নিহত সৌরভ মণ্ডল ডুমুরিয়া উপজেলার বিল পাবলা এলাকার প্রভাস মণ্ডলের ছেলে ও পুষ্পেন সেন একই এলাকার নির্মল সেনের ছেলে।
এর আগে বিকেলে ফুলতলা উপজেলারডাঙ্গা ১৪ মাইল এলাকায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে হাফিজুর রহমান নামে একজন নিহত হয়। এ ঘটনায় আহত হওয়ার সাতজন। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী প্রাইভেটকার এবং যশোরের অভয়নগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে এই ঘটনা ঘটে।