আগামী ১৯ শে ফেব্রুয়ারি পর্দা উঠবে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ৮ দলের অংশগ্রহণে এই মেগা টুর্নামেন্টে থাকছে না কোন উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া সব অধিনায়কদের নিয়ে যে মিলন মেলা বা ফটোগ্রাফি হয় সেটাও এবার হচ্ছে না। এসব না হওয়ার পেছনে দলগুলোর আন্তর্জাতিক সিরিজ শেষ হওয়া, পাকিস্তানি পৌঁছানো, এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পাকিস্তান সফর অনিশ্চিতসহ একাধিক কারণ রয়েছে।পাকিস্তানের একাধিক গণমাধ্যম সহ ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয় এমন তথ্য।
এই মুহূর্তে ভারত সফরে আছে ইংল্যান্ড দল। সেখানে তারা টি-টোয়েন্টিও ওয়ানডে সিরিজ খেলছে এই সিরিজ শেষ হবে ১২ই ফেব্রুয়ারি। সিরিজ শেষে দলকে ৭ দিনের বিশ্রাম দিতে চাই ইসিবি। অন্যদিকে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া সিরিজ শেষ হবে ১৪ই ফেব্রুয়ারি। পাকিস্তানের যাওয়ার আগে তাদেরকেও চার দিনে বিশ্রাম দিবে অস্ট্রেলিয়া। এছাড়া প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা।
মূলত এসব কারণেই হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান। জিও সুপারে আইসিসির এক কর্মকর্তা বলেছেন, পিসিবি ও আইসিসির আগ্রহ থাকার পরও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যথা সময়ে না থাকায় উদ্ধোধনী অনুষ্ঠান হচ্ছে না।
উদ্বোধনী অনুষ্ঠানের না থাকার পেছনে সাম্প্রতিক উদাহরণও টানা হচ্ছে। ২০১১ সালের বিশ্বকাপের পর আর কোনো বৈশ্বিক টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে সব খেলোয়াড়রা একত্রিত হননি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যাপ্টেনদের কোনো ফটোশুট বা প্রেস কনফারেন্স ছিল না।