মধ্যপ্রাচ্যের অস্থিরতায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় ধীরে ধীরে তৈরি হচ্ছে প্রয়োজনীয় জ্বালানির সংকট। তাই বিশ্ববাজারে বেড়েই চলেছে প্রাকৃতিক গ্যাসের চাহিদা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর তথ্য মতে গেল বছর বিশ্বব্যাপী প্রাকৃতিক গ্যাসের চাহিদা বেড়েছে ২.৮% বা ১১৫ বিলিয়ন কিউবিক মিটার। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত চাহিদা বৃদ্ধির গড় হার ছিল ২%।
তথ্য বলছে, ২০২৪ সালে অন্যান্য সব জ্বালানির তুলনায় গ্যাসের ব্যবহার হয়েছে ৪০ শতাংশ বেশি। সড়ক পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদনের মতো ক্ষেত্রগুলোতে তেলের পরিবর্তে গ্যাসের ব্যবহার চালু হওয়ায় এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে বছরান্তে এ হার বেড়েছে ৪৫ শতাংশ। যদিও চাহিদার বিপরীতে গেল বছরে এলএনজির সরবরাহ বেড়েছে আড়াই শতাংশ বা ১৩ বিলিয়ন কিউবিক মিটার।
আইইএ এর পূর্বাভাস বলছে এশিয়াতে এর চাহিদা দ্রুত বৃদ্ধির কারণে ২০২৫ শেষে গ্যাসের চাহিদা ৫% পৌছাবে। ফলে স্বাভাবিকভাবেই বাড়তে পারে জ্বালানির দাম। রাশিয়া ইউক্রেন বন্ধ করে দেয়ায় পাইপ লাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ কমবে ১৫ বিলিয়ন কিউবিক মিটার।