বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আজ ভোর থেকেই ময়দানের দিকে বন্ধ ছিল গণপরিবহন। এদিকে রোবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে যানচলাচলে নিষেধাজ্ঞা থাকায় ইজতেমার পথে যেতে পারেনি অনেক গণপরিবহন। ফলে আখেরি মোনাজাতে অংশ নিয়ে ফিরতি পথে গণপরিবহনের সংখ্যা কম থাকায় বিড়ম্বনা পোহাতে হচ্ছে মুসল্লিদের।
দীর্ঘ পথ পেরিয়ে অনেকেই পায়ে হেঁটে ফিরে আসছেন, আবার কেউ কেউ পিকআপে, গণপরিবহনে, যৌথভাবে সিএনজিতে, প্যাডেল চালিত ভ্যান, রাইড শেয়ারিং বাহনে করে ফিরছেন। অল্পসংখ্যক কিছু বাস ওই দিক থেকে আসলেও সেগুলোতে ঠাঁই নেই। এছাড়াও কিছু কিছু বাসের সিটিং সার্ভিসের নামে গেইট বন্ধ রাখা হয়েছে। আবার বাসে যাত্রীদের কাছে আদায় করে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
ইজতেমা থেকে বাড়ির পথে আসা এক মুসল্লি জানায়, টঙ্গীর দিক থেকে যে-সব বাস ঢাকার দিকে আসছে সেগুলোতে উঠার কোনো কায়দা নেই। এছাড়া শত শত পিকআপ আছে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন গন্তব্যে যেতে ৫০/১০০ টাকা করে দিতে হচ্ছে। এমন বিড়ম্বনায় অনেকে পায়ে হেঁটে ফিরতে শুরু করেছেন। আমি ৫০ টাকায় আব্দুল্লাহপুর থেকে পিকআপে খিলক্ষেত এলাম। এখন কুড়িল থেকে রামপুরা যাবো।