শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

নির্বাচন কমিশন ডেভলপমেন্ট পার্টিকে ফুলকপি প্রতীকে নিবন্ধন করেছে

প্রতিনিধির / ১৭ বার
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ওরফে বিডিপি নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে ফুলকপি। আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দেয়া হয়। রবিবার ইসির প্রজ্ঞাপন থেকে এর তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট অনুযায়ী গত ১২ই ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে প্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ফুলকপি। নিবন্ধন নম্বর ৫৪।

নির্বাচন কমিশন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন না দেওয়ায় হাই কোর্টে রিট আবেদনটি করেছিলেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম।

১২ ডিসেম্বর রায় ঘোষণার পর দলটির চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০২৩ সালের ২৫ মে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন তারা। তাদের রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ২০২৩ সালের ২৩ জুন রুল জারি করে হাইকোর্ট। শুনানি শেষে বিডিপিকে নিবন্ধন দেয়ার পক্ষে রায় দিয়েছেন।

এর আগে, ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। তবে ১০ এপ্রিল ২০২৩ সালে নির্বাচন কমিশন তাদের আবেদন নামঞ্জুর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ