সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইট বোঝাই ট্রলিচাপায় মারিয়া আফরিন মিম নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।
নিহত মিম আক্তার (৭) দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী জানান, মিম তার বান্ধবীদের সঙ্গে স্কুলে যাচ্ছিলো। এ সময় স্কুলের সামনে সড়কে ইট বহনকারী একটি ট্রলি মিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিম মারা যায়। এ ঘটনায় ট্রলি চালক মুন্নাকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।