সিরাজগঞ্জ এর ফুলঝড় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু। নিখোঁজের একদিন পর রবিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত শিক্ষার্থীরা হলেন রাফি বয়স ১৫, কৃষ্ণ বয়স ১৫ এবং সার্জিল বয়স ১৬। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণী শিক্ষার্থী ছিলেন। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে গোসলে নেমে এই তিন শিক্ষার্থী নিখোঁজ হন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মমিন বলেন, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের কয়েকজন বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। গতকাল শনিবার দুপুরে ছয়জন ফুলজোড় নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়।
এ বিষয়ে কামারখন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্যার ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর পানির গভীরতা ২৫ থেকে ৩০ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।আজ রোববার রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।