শিরোনাম:
দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব ভোট কারচুপির সাথে জড়িত ইউএনওদেরও বিচার করতে হবে ইউক্রেনের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের বিকল্প হবে ইউরোপ পাবনায় সড়কের মধ্যরাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতি ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী স্ত্রী দগ্ধ কুষ্টিয়ায় নিখোঁজের পর পদ্মা নদীতে উদ্ধার হয়েছে এক গৃহবধূর মরদেহ ঝিনাইদহে পাওনা টাকা পরিশোধ নিয়ে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত বগুড়ায় ডিভোর্সের প্রাক্তন স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে স্বামী ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জনকে ফেরত আনল বিজিবি
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

কুমিল্লায় একদিনে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধির / ৩১ বার
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

কুমিল্লায় একদিনে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতারা হলেন শাহিদা বেগম বয়স ৬৫, আরেকজন হলেন মোহাম্মদ রিফাত হোসেন বয়স মাত্র ৯। সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামের আমান গন্ডার ধনুসরা এলাকা ও সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডিপুর পাহাড় থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামের আমান গন্ডার ধনুসরা এলাকা থেকে শাহিদা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভোরে ফজরের নামাজের সময় শাহিদার স্বামী আব্দুল মোমেন নামাজ পড়তে মসজিদে গেলে কেউ বা কারা হত্যা করে টয়লেটের ভিতর লুকিয়ে রাখে তার স্ত্রীকে। পরে স্বজনদের নজরে পড়লে পুলিশকে খবর দেয়া হয়।

অপরদিকে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডিপুর পাহাড় রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। তার গলা ও শরীরের বিভিন্ন অংশে কাটা দাগ ছিলো। নিহত রিফাত বরুড়া উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রিফাত গত ১ ফেব্রুয়ারি দুপুর থেকে নিখোঁজ ছিল। এ বিষয়ে নিহতের পরিবার বরুড়া থানায় নিখোঁজ ডায়রিও করে। সকাল ১১টার দিকে তার মরদেহের খোঁজ পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। সদর দক্ষিণ থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ