বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

নোয়াপাড়াতে ঢাকা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে সার বোঝাই ট্রাকের সাথে ধাক্কা

প্রতিনিধির / ২৪ বার
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

যশোরের নওয়াপাড়া খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে একটি সার বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগেছে। এতে ওই ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ও সার বোঝাই ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার রাত সাড়ে দশটার দিকে নোয়াপাড়ার অদূরে ভৈরব ব্রিজ সংলগ্ন সড়কের অরক্ষিত রেল ক্রসিং এ ঘটনা ঘটে। ঘটনার পর আধাঘন্টা রেল চলাচল বন্ধ থাকলেও ট্রেনটি পরীক্ষা নিরীক্ষা শেষে আবারো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

নওয়াপাড়া রেল স্টেশন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবন এক্সপ্রেসটি নওয়াপাড়ার ভৈরব ব্রিজ এলাকা অতিক্রম করছিল। এমন সময় সেতুর অপরপ্রান্তে বড় বাড়ির ঘাট থেকে বিএডিসির সরকারি সার বোঝাই ট্রাক যশোর-খুলনা মহাসড়কে উঠছিল। এমন সময় ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। তবে ট্রাকের চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ