দিনাজপুরের বিরামপুরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেল্পার নিহত হয়েছে। রবিবার রাত একটার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাথরবাহি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হেলপারের নাম আরিফ হোসেন। তিনি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। নিহত ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনতাজুল হক। পুলিশ জানায় বিরামপুর থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক বিরামপুরের ঘোড়াঘাট এলাকায় রেল ক্রসিং অতিক্রম করার সময় ঢাকা গামী অন্তনগর এক্সপ্রেস ট্রেন ট্রাককে ধাক্কা দেয়। সামনের অংশ নিমিষে দুমড়ে যায়। এতে ঘটনা স্থলে ট্রাকের হেলপার নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। গেটম্যানের অসচেতনতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।