শরীয়তপুরে দৈনিক সমকালের সাংবাদিক সোহাগ খান সুজনের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচাতে গেলে আরও তিন সাংবাদিক আহত হয়। সোমবার দুপুর একটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ ২৪ টেলিভিশন ও জাগো নিউজ ২৪ ডট কম এর প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৮ জানুয়ারি দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ করে জেলার গণমাধ্যমকর্মীরা। পরে ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দেয়া নুরুজ্জামান শেখ নামে একজন ওই চিকিৎসকের পক্ষ নিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে। এ বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজন সংবাদিকদের বাগবিতণ্ডা হয়।
এরই জেরে সোমবার দুপুরে ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ, তাঁর ভাই শামীম শেখসহ ১০-১২ জন মিলে ছুরি, হাতুড়িসহ দেশিয় অস্ত্র দিয়ে সোহাগ খান সুজনের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিকের ওপর হামলা চালায় তারা।