শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

ঝিনাইদহ ড্রাগন ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির / ১০ বার
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় দুই হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার মালাধরপুর গ্রামে এক ফসলের জমিতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় ওই গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী তিন বছর আগে ২০ শতক জমিতে ড্রাগন ফলের আবাদ চাষ করেন।

কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফল বিক্রিও করেছেন। আগামীতে আরও ফল বিক্রির আশা ছিল তার। কিন্তু সোমবার রাতে তার বাগানের সকল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলী বলেন, জমি নিয়ে আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছে। এর আগেও গত ১৫ ই নভেম্বর এক বিঘা ড্রাগন বাগান কেটে দিয়েছিল তারা বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ