রাঙামাটি কাউখালীতে তৃতীয় লিঙ্গের হিজড়া শিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রাম হাটহাজারিতে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হিজড়া শিলা তৃতীয় লিঙ্গের হওয়াতে চট্টগ্রাম হাটহাজারী বাবার বাড়ি হওয়ার পরও নিজ বাড়িতে থাকতেন না। দীর্ঘ অনেক বছর ধরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতেন। শিলা উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলো। উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে জীবিকা নির্বাহ করতেন। তবে গত চার বছর আগে আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর থেকে সে আরেক হিজড়াকে টাকা উত্তোলনের দায়িত্ব দিয়ে বিভিন্ন রকম স্টেজ শো করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায় শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন করার পর স্থানীয় ছেলেকে বিয়ে করে। কিন্তু ছেলেটি মাদকাসক্ত হওয়ায় বনিবনা না হওয়াতে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর মাঝে মাঝে সেই স্বামী আসতেন বাসায়।
রোববার রাতে অপরিচিত ৫ জন লোককে বাসায় ঢুকতে দেখে বাড়ির আশেপাশের লোকেরা। তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখেনি। সোমবার বিকেলে তার বাড়ির পাশে থাকা আরেক হিজড়া তার কোন সারা শব্দ না পেয়ে সবাইকে খবর দেয়। এরপর দরজা খুলে দেখতে পায় তার গলা কাটা লাশ বিছানায় পড়ে রয়েছে।