সংস্কার কমিশনের রিপোর্ট আগামী ৮ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন সংস্কার কার্যক্রম অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশন প্রধান অধ্যাপক ডঃ মোঃ ইউনূসের সঙ্গে ৬ সংস্কার কমিশন প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানে শরিক শক্তি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক কমিশন প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সেখানে সকল রাজনীতির দল ও আন্দোলনের পক্ষে সকল শক্তির প্রতিনিধিদের পাশাপাশি কমিশন প্রধানরা থাকবেন।