আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাবি প্রশাসন। মঙ্গলবার রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ কামরুল আহসান এ ঘোষণা দেন।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। একপর্যায়ে আমরণ কর্মসূচিরও পালন করেন তারা। পরে উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করে শিক্ষার্থীরা। এরপর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আবারও পোষ্য কোটা বাতিলে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এরপরই রাতে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অপরদিকে, পৌষ্য কোটা সংক্রান্ত সকল শর্ত বাতিল ও পুনরায় বহালের দাবিতে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।