শিরোনাম:
সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

সুইডেনে এক স্কুলে বন্দুকধারীর হামলায় দশজনের মৃত্যু

প্রতিনিধির / ২৯ বার
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

সুইডেনের পশ্চিমে অবস্থিত ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি স্কুল বন্দুক হামলা ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কা জনক অবস্থায় আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার স্থানীয় দুপুরে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায় স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে হামলাকারী বন্দুক নিয়ে স্কুলটিতে প্রবেশ করে। এ সময় হামলাকারী এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তকর্মীদের গুলিতে হামলাকারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা স্কুলভবনটিতে তল্লাশী চালাচ্ছে। তবে এখনও হামলার উদ্দেশ্য জানা যায়নি।

পুলিশ আরও জানায়, একজন বন্দুকধারীই এই হামলা ঘটিয়েছে বলে ধারণা হচ্ছে। এই হামলার সাথে কোনো গোষ্ঠী জড়িত আছে বলে আপাতত মনে হচ্ছে না। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এদিকে এই ঘটনাকে সুইডেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ