গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতে শেষ হলো। বুধবার বেলা ১২ টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের।
নির্ধারিত জেলা সহ রাজধানীর আশপাশের মানুষজন দোয়ায় শরিক হন। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। আত্মশুদ্ধির জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা।
এর আগে, ফজরের নামাজের পরই ইজতেমা ময়দানের উদ্দেশ্যে রওনা দেয় মুসল্লিরা। চলাচলের সুবিধার্থে বিশেষ ট্রেন মেট্রোরেলের ব্যবস্থা রাখা হয়।
মূলত, আখেরি মোনাজাতের পর ৩ থেকে ১০ দিনের চিল্লায় যান তাবলিগের সাথীরা। সেসময়, কীভাবে দ্বীনের দাওয়াত দিতে হবে মুসল্লিদের-সেই নসিহত করছেন তাবলিগের শীর্ষ মুরব্বিরা। খিত্তায় খিত্তায় ঈমান-আকিদার তালিম আর ইবাদতে মশগুল সবাই।
শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়েরপন্থিদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন তিন হাজারের বেশি বিদেশি অতিথি। সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট।