কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের জের ধরে মেয়ে পক্ষের স্বজনদের হামলায় মোঃ আতিক বয়স ১৭ এসএসসি পরীক্ষার্থী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আতিক চৌদ্দগ্রাম পৌরসভার সোনাখাতিয়া আদর্শ গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। সে চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আতিকের সহপাঠী মো. সজিবের সঙ্গে একই এলাকার সৌদি প্রবাসীর কিশোরীর প্রেমের সূত্র ধরে গত বছরের ১৩ অক্টোবর পালিয়ে বিয়ে করে। এই ঘটনায় অপহরণের অভিযোগ এনে কিশোরীর মা চৌদ্দগ্রাম থানায় সজিবসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর কয়েকদিন পর পুলিশ কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়। এ নিয়ে এলাকায় সজিব ও সহপাঠী আতিকসহ তার সহযোগীদের সঙ্গে মেয়ের পরিবারে টানাপড়েন চলছিল। এরই জের ধরে সোমবার রাতে কিশোরীর বাবা নেয়ামত উল্যার নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি আতিককে সোনাকাটিয়া এলাকায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেও তার অবস্থা দ্রুত অবনতি হলে তার স্বজনরা ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। আতিকের মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে কিশোরীদের বাড়িঘরে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।