পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুব দলের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিলন কে কুপিয়ে দখল করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পৌর এলাকার নিজ বাসার সামনে তার ওপর হামলা চালায়। মিলন বাংলা টেলিভিশন কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মুমূর্ষু অবস্থায় তাকে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে বরিশাল মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে আজ ভোরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মিরণের পরিবারের সদস্যরা জানান, ঢাকা থেকে গতরাতেই গাড়িতে করে কুয়াকাটা বাসস্ট্যান্ডে নেমে বাসায় ফিরছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে সশস্ত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, মিরণের এক হাতের রগ কেটে দেয়া হয়েছে। অন্য হাতের কব্জি ঝুলে গেছে। এছাড়া কপাল, মাথায়, পেট, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষতচিহ্ন রয়েছে।