চলছে অমর একুশে বইমেলা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাঙালির এ প্রাণের মেলা যেন জমে উঠেছে। তেমনি বেড়েছে নতুন বইয়ের আনাগোনা। আজ পঞ্চম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে ৯৮ টি। বুধবার বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান বুধবার বিকেল চারটায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় হোসেন উদ্দিন হোসেন প্রান্ত বাসী বিরল সাহিত্যসাধক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা।আলোচনায় অংশগ্রহণ করেন আবুল ফজল। সভাপতি করেন শহিদ ইকবাল।
আজ ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন ও কথাসাহিত্যিক শিবলী আজাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আতাহার খান ও আলমগীর হুছাইন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ ও কাজী সামিউল আজিজ।
সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, আরিফুর রহমান, তাপসী রায়, পাপড়ি বড়ুয়া, ফারাহ হাসান মৌটুসী, হারুনুর রশিদ, কামাল আহমেদ ও নুসরাত বিনতে নূর।