রাজধানীর ধানমন্ডিতে কাজের বুয়া সেজে বাসায় ঢুকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান এক নারী। কাজে যোগ দেয়ার সময় ভুয়া পরিচয়পত্র দেখিয়ে নিজের নাম রোকসানা বলে জানান অভিযুক্ত সেই নারী। পরে বাসার মালিকের খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান।
ধানমন্ডি মডেল থানায় গত ১৯ জানুয়ারি এমন অভিযোগে মামলা করেন ভুক্তভোগী। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ হোসেন এর নেতৃত্বে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তার আসল নাম শেফালী এবং পরিচয়পত্রে থাকা রোকসানা নামটি ভুয়া। তিনি একটি কম্পিউটারের দোকান থেকে নকল পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন বাসায় কাজের বুয়ার ছদ্মবেশে প্রবেশ করতেন।