শিরোনাম:
রমজান মাসে মেট্রোরেলে ২৫০ মিলি পানি পরিবহন করার অনুমতি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ রমজান মাসে চাঁদ দেখা গেছে আগামী কাল থেকে শুরু পবিত্র মাহে রমজান শরীয়তপুরে ডাকাতির সময় হাতেনাতে ধরা পড়ে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একই জায়গায় ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি টাঙ্গাইলে বাড়ির সিঁধ কেটে চুরি অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম পণ্যের দাম অস্বস্তি নিয়ে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব ভোট কারচুপির সাথে জড়িত ইউএনওদেরও বিচার করতে হবে
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

জামাতের সাথে নির্বাচনে যেতে চায় না বিএনপি

প্রতিনিধির / ২২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আগামী সংসদ নির্বাচন এককভাবে নাকি জোটভাবে অংশ নিবে বিএনপি সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয় নি। তবে নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বললেন, আমরা এবং আমাদের সমমনা দল কিন্তু এখনও কোনও দলের সাথে আনুষ্ঠানিকভাবে ঐক্য স্থাপন করিনি।ঐক্য হবে কি না এটা আমি বলতে পারবো না। যদি হয় আমরা স্বাগত জানাবো।

বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হলে সেখানে থাকার সুযোগ নেই ভোটের মাঠে একসময়ের সঙ্গী জামায়াতে ইসলামীর। তবে, ধর্মভিত্তিক দলগুলোর সাথে আলাদা জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছে বিএনপি। তাই নিজেরাও যোগাযোগ বাড়াচ্ছে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে। জামায়াতের তরফ থেকেও ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা চলছে।

বিএনপির শীর্ষ নেতারা জানালেন, নির্বাচনে জয়ী হলে সরকারে সুযোগ পাবে কেবল দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ঐক্যমতের জাতীয় সরকারের কথা আমরা বলেছি। যাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলন, যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের নিয়েই হবে জাতীয় সরকার। জামায়াত তো আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না। সুতরাং এটা পরিষ্কার।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করছে তারা তো এখনও আমাদের সাথে কাজ করছে। আমরা তো একটা জাতীয় সরকারের ঘোষণাও দিয়েছি নির্বাচনের পরে। এবং জাতীয় সরকারের মাধ্যমে আমাদের ৩১ দফা সংস্কার বাস্তবায়নের ঘোষণা দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ