রাজধানীর শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার পর সড়কে অবস্থান নেন তারা। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে যান চলাচল বন্ধ হয়ে। ২০২৪-এ জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের সংগঠিত সব হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের পাশাপাশি শহীদ পরিবারের ন্যায্য দাবি আদায়ের সড়কে অবস্থান নিয়েছেন তারা।
এদিন নিহত স্বজনদের ছবিসহ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নানা লেখা সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নিতে দেখা যায় শহিদ পরিবারের সদস্যদের। এতে সায়েন্সল্যাব থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবন এবং কাকরাইল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী উভয় লেনেই যান চলাচল বন্ধ রয়েছে।