গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে সমন্বয়ক মোবাশ্বের। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের জোর পুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।
এদিকে গাজীপুর আইন-শৃঙ্খলা বাহিনী আশ্বাস ও অপারেশন ডেভিল হান্ডকে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে আজকের মত কর্মসূচি স্থগিত করেছে। শনিবার বইসমর বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত এ তথ্য জানান।এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
এদিকে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।