চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদক, ডাকাতি, সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য নাজমুল মোল্লা নামের সদস্যকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার বেলতলী লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করানো হয়. আটক ডাকাত সদস্য বরিশাল জেলার আগৈলঝাড়া থানার গৈলা এলাকার খোরশেদ মোল্লার ছেলে নাজমুল মোল্লা। সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে শট গানের ৬টি কার্তুজ, ১০পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ১৬ হাজার ৫০০ টাকা, ৬টি বুলেটপ্রুফ জ্যাকেট, ৮টি লাইফ জ্যাকেট, একটি গাঁজা মাপার মেশিন, ৪০ পিস কলকি, দুটি লাইট, ৪টি হেলমেট, একটি লেজার লাইট, একটি চাঁদা সংগ্রহের বই, চারটি মোবাইল ফোন ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।