মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে গোল্ডেন গ্যাং লিডার রাকিব সহ ১৫ জনকে আটক করেছে সেনাবাহিনী এ সময় তাদের কাছে থেকে ব্যতিক দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে তাদের আটক করে সেনাবাহিনী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানায় সম্প্রতিক গ্যাংটির লিডার গোল্ডেন রাকিবের অপরাধমূলক কর্মকান্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ঢাকা উদ্যান এলাকায় একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাকিব গাঙ্গের অন্যান্য সদস্যদের তথ্য দেয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপর সদস্যদের আটক করানো হয়।
আটককৃতদের কাছ থেকে দুটি সামুরাই, দুটি ছুরি, একটি দেশীয় অস্ত্র, ১ লিটার বাংলা মদ, আটটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। তারা এই অস্ত্রগুলো দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যমক্রম পরিচালনা করতো।