২০২১ সালে হস্তান্তর করা আফগান সেনাদের কাছে মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেবে না তালেবান সরকার। তাদের দাবি যুক্তরাষ্ট্র ও ন্যাটো যেসব সামরিক সরঞ্জাম ও যানবাহন রেখে গেছে, সেগুলো এখন আফগানদের সম্পত্তি। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।
তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এ কথা জানান। সামরিক সরঞ্জাম ফেরত বিষয়টি জানতে চাইলে আফগানিস্তানের নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটির এই মুখপাত্র বলেন, এগুলো বর্তমানে আফগানিস্তান রাষ্ট্রের সম্পদ। এগুলো আফগানিস্তানের দখলেই থাকবে।
গত বছর এসল্ট এবং হামভি সহ বিশাল সামরিক অস্ত্র প্রদর্শন করে একটি কুচকাওয়াজ করছিলো তালেবান সরকার। ২০২২ সালের প্রতিরক্ষা বিভাগের প্রতিবেদন অনুসারে ৭৮ টি বিমান ৪০ হাজার সামরিক যানবাহন এবং ৩ লাখেরও বেশি অস্ত্র অবশিষ্ট ছিল দেশটিতে।