রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালিতে রুম না পেয়ে ক্লাব ঘর মসজিদ সহ স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে রাত কাটাতে হয়েছে পর্যটকদের। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো পর্যটক সাজেক বেড়াতে গেছে। সাজেকের বর্তমানে ১১৬ টি রিসোর্ট রয়েছে। যেখানে প্রায় চার হাজারের মতো পর্যটক অবস্থান করতে পারে।
কিন্তু অনেক পর্যটক অগ্রিম বুকিং না করে যাওয়ায় কোনো রিসোর্ট কটেজে রুম পাননি। রুম না পাওয়া অনেক পর্যটক ফিরে গেলেও অনেকেই থেকে গেছেন। থাকার জায়গা না পাওয়া পর্যটকরা কটেজ মালিক সমিতি ও স্থানীয়দের সহায়তায় ক্লাবঘর, প্রাথমিক বিদ্যালয়, স্থানীয়দের বাড়িঘর ও মসজিদে রাত্রিযাপন করেছেন।
কটেজ মালিক সমিতি অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, ‘শুক্রবার সাজেকে এই মৌসুমের সর্বোচ্চ পর্যটক এসেছেন। প্রায় ৫ থেকে সাড়ে ৫ হাজার পর্যটক বেড়াতে এসেছেন। যারা অগ্রিম বুকিং না করে এসেছেন তাদের অনেকেই রুম পাননি। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে প্রায় ৩৫০ জন পর্যটককে ক্লাবঘর, ত্রিপুরা ক্লাবঘর, নতুন নির্মাণাধীন কটেজ ও স্থানীয়দের বাসা বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছি।’
কোনো পর্যটক রাস্তায় রাত কাটিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো আনাচে-কানাচে কোনো পর্যটক থেকে থাকতে পারেন। আমাদের কাছে যারা এসেছেন আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি। আজ সকালে বেশিরভাগ পর্যটক চলে যাবেন।