চুয়াডাঙ্গার দামোরহুদায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ বয়স ১৯ এবং সেলিম উদ্দিন এর ছেলে সুইট বয়স ২৫।
পুলিশ জানায় নাহিদ ও সুইট মোটরসাইকেল করে উপজেলার রঘুনাথপুর থেকে পুরাতন বাস্তপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাস্তবপুর গ্রামের মধ্যে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পরে ঘটনাস্থলে মারা যান তারা। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।