মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাসকো প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। রবিবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এর তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। প্রদেশের এসকার্সেগা শহরের কাছে একটি ট্রেলার বড় ট্রাক এর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এর ফলে বাসটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিলো। গন্তব্যে যাওয়ার পথে বাসটি একটি ট্রেলারের এর সঙ্গে সংঘর্ষ হয়।