গাজীপুরের ঘটনায় অনেককেই আইনের আওতায় নেয়া হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদেরকে অপারেশনাল ডেভিল হান্টে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সকালে রাজধানীর ফার্মগেট এ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি নিয়ে কথা বলেন।
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।