প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চায় না কমিশন। রবিবার দুপুরে নির্বাচন কমিশন ভিটের সংগঠন আরএফ ইডির সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার। নির্বাচন কমিশনের ওপর রাজনীতির নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি। অসুবিধা আসবে, সেগুলো মোকাবিলা করতে হবে। আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।
সিইসি বলেন সব জায়গায় মত দৈধতা থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্ন মত থাকবে। এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না। তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নিব কোন ঘাটতি বা সমস্যা রয়েছে। তখন নিজেকে শুধরে নেব। তিনি বলেন সবাই তালি বাজাতে বাজাতে দেশটার বারোটা বাজিয়েছে। তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয়ে বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে।