গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে নয় উইকেট এর বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে সফরকারি অস্ট্রেলিয়া। রবিবার টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই জয় নিশ্চিত করে তারা। এ নিয়ে ১৪ বছর পর শ্রীলঙ্কায় কোন দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জিতলো অধিরা। এই ম্যাচে পন্টিং এর একটি রেকর্ড ভেঙেছেন স্টিভ স্মিথ।
দ্বিতীয় ইনিংসের শ্রীলংকা টার্গেট দেয় মাত্র ৭৫ রানের যা সহজেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। ২০১১ সালের পর আরও দুইবার লঙ্কা সফর করে অজিরা। তবে সিরিজ জিততে ব্যর্থ হয় তারা। এবার সেই আক্ষেপ ঘুচলো স্মিথ-স্টার্কদের।
১৫৬ রান করে ম্যাচসেরা হয়েছেন অ্যালেক্স ক্যারি। সিরিজসেরার পুরস্কার উঠেছে স্টিভেন স্মিথের হাতে। দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৭২ রান। এই টেস্ট দিয়েই সাদা পোশাকে ক্যারিয়ারে ইতি টেনেছেন দ্বিমুথ করুণারত্নে।
অল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানে ট্র্যাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ২০ রানে জয়াসুরিয়ার বলে কুশল মেন্ডিসের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এ ওপেনার। ক্রিজে আসেন লাবুশানে। জয়ের বন্দরে নোঙর করেই মাঠ ছাড়েন তিনি।