সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্টে আটক ৪০

প্রতিনিধির / ২০ বার
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে৪০ জনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানানো হয়নি। শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা পুলিশ।

রোববার সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সাড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

গাজীপুর ডিসি অফিসের সামনে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। মোটরসাইকেলসহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ