গত মাসে গাঁজা উপত্যকায় কমপক্ষ সাতজন সাংবাদিককে ইজরাইলি বাহিনী হত্যা করেছে বলে দাবি করেছে প্যালেস্টাইন জার্নালিস্ট সিন্ডিকেট। সোমবার এক প্রতিবেদন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল যাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় প্যালেস্টাইন জার্নালিস্ট সিন্ডিকেট অভিযোগ জানায় যে ইজরাইলি বাহিনী টার্গেট করে গণমাধ্যম কর্মীদের হত্যা করেছে।
নিহত সাতজন সাংবাদিকরা হলেন, ওমর আল-দিরাউই, সাইদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালামিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিশাম আবু আল-রুস।
পিজেএস জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী জানুয়ারিতে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকে হত্যা করেছে এবং তাদের মধ্যে ছয়জনের বাড়িঘর ধ্বংস করেছে।