গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে অন্তত ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মহানগরে ৭৯ জন ও জেলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ডেভিল হান্টে দুইদিনে ১৮২ জনকে গ্রেফতার করেছে। মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে ৭৯ এবং জেলায় ৫ থানায় অভিযান চালিয়ে ২১ নেতাকর্মীকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়ার সবাই আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী জানিয়েছে পুলিশ।
গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫জন, কাপাসিয়া থানায় ৩জন, কালিগঞ্জ থানায় ৪জন, কালিয়াকৈর থানায় ৩জন ও জয়দেবপুর থানায় ৬জনকে গ্রেপ্তার করা হয়।