ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছে। রবিবার রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে আরো প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। চলতি বছরে দেশটির সবচেয়ে বড় এনকাউন্টার এর ঘটনা এটি।
গোপন সূত্রের বরাতে সেখানে অভিযান চালায় দেশটির নিরাপত্তাবাহিনী। জেলা রিজার্ভ গ্রুপ, স্পেশাল টাস্ক ফোর্স ও বাস্তার ফাইটার ফোর্সের নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর হাতে নাস্তানাবুদ হয় মাওবাদীরা।
অভিযানে স্বয়ংক্রিয় অস্ত্রসহ অনেক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম।
ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক (আইজি) পি সুন্দররাজ বলেন, এনকাউন্টারে নিহত একজন সেনা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং অপরজন মাওবাদীবিরোধী অভিযানে বিশেষজ্ঞ স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) রাজ্যস্তরের সদস্য ছিলেন।