বাংলাদেশে ইউআইডির অর্থায়নের পরিচালিত বিভিন্ন প্রকল্পের পণ্য সরবরাহ বা সেবা গ্রহণের বিপরীতে নতুন করে ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন ২০১২ এর ১২৬ ধারার দুই উপধারা অনুসারে এই ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। যার রবিবার থেকে কার্যকর হয়।
এনবিআর কর্মকর্তারা বলছেন মার্কিন সরকারের চুক্তির ধারাবাহিকতায় এই ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এতে ওলাভজনক এই সংস্থাটির নতুন প্রকল্পের কেনাকাটা থেকে শুরু করে কোন ধরনের সেবা গ্রহণে ভ্যাট ত দিতে হবে না। গভর্মেন্ট টু গভর্মেন্ট চুক্তির আওতায় এই সুবিধা পেয়ে আসছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বিশ্বের সব দেশে অলাভজনক প্রতিষ্ঠান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) অর্থায়ন বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটির অর্থায়ন ৩ মাসের জন্য বন্ধ করেন।