ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক আগামী ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস বৈঠকের সভাপতিত করবেন। সোমবার রাজধানীর বেলিরোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা অংশ নেবেন।শফিকুল আলম বলেন, প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দলসহ সবাই অংশ নেবেন। তারা সবাই মিলে পরবর্তীতে সম্মিলিত নাকি পৃথক বৈঠক হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।