গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। স্থানীয় এক রেডিও অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘মধ্যপ্রাচ্যে হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল। সোমবার এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কোল বারামার রেডিও অনুষ্ঠানে সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমরা এখনও এটি উপলব্ধি করতে পারেছি না।’
বেন-গভির বলেন, তিনি সরকারের একমাত্র লোক, যিনি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেন, তার এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।