বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশ পথের যাত্রীদের প্রকৃত ভাড়ার গন্তব্যে পৌঁছানো লোককে নতুন পরিপত্র জারি করেছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ ২ অধিশাখা থেকে জারি করা এই পরিপত্রে স্বাক্ষর করেন সিনিয়র মহাসচিব রোমানা ইয়াসমিন।
পরিপত্রে বলা হয়েছে, গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো টিকিট বুকিংকালে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে, সংশ্লিষ্ট এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল করবে। গ্রুপ-বুকিংয়ের মাধ্যমে ব্লককৃত টিকিট সাত দিনের মধ্যে বিক্রয় নিশ্চিত করতে হবে, অন্যথায় তিন দিনের মধ্যে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
গ্রুপ-বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণকে জানাতে ওয়েবসাইটে প্রকাশ করবে।