চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। সোমবার রাতে উপজেলার করের হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শহীদ জাকির হোসেন সড়কের কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়লা জাকির হোসেন সড়কের কাজ নিয়ে বাকবিতন্ডা হয় স্থানীয় ওয়ার্ড বিএনপির সমন্বয়ক আনোয়ার হোসেন ও বিএনপি নেতা আহসান উল্লাহর মধ্যে। বাকবিতন্ডার জের ধরে সংঘর্ষে লিপ্ত হয় তারা।
পরবর্তীতে সন্ধ্যার পরে সিএনজি যুগে আনোয়ার অনুসারীরা পশ্চিম সোনাই গ্রামে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোনাই গ্রামে মসজিদে ঘোষণা করা হয়। ঘোষণা শুনে গ্রামবাসীরা একত্রিত হয়ে পাল্টা ধাওয়া দেয়। এ সময় দুই গ্রুপের প্রায় ৮ থেকে ১০ জন আহত হয়।
জানা য়ায়, শহিদ জাকির হোসেন সড়কের এক কিলোমিটার রাস্তার কাজ চলমান রয়েছে। ঠিকাদার জাহাঙ্গীর কবির চৌধুরী পালিয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে কার্পেটিং এর কাজের জন্য উপজেলা থেকে সমন্বয় করে কাজের অনুমতি দেয়া হয়। স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন কংক্রিট সরবরাহ করে। অপরপক্ষ আহসানুল্লাহ নিম্নমানের কংক্রিট দিচ্ছে অভিযোগ করেন। এরই জেরে বাক-বিতণ্ডা এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে।