ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্ত থেকে তিন শিশুসহ ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এক বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবির শ্যামকুড়, পলিয়ানপুর, কুসুমপুর এবং লড়াইঘাট বিওপি অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪ জন বাংলাদেশিকে আটক করে। আটককৃতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। এ ছাড়া নিমতলা বিওপি অপর এক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।