সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে সাহেব আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় অর্থ পাচার, অবৈধ সম্প্রচার জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছে দুদক। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোঃ আখতার হোসেন এই তথ্য জানান।
ব্রিফিং এ তিনি বলেন ১৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে ১০ টি ব্যাংক হিসাব ২৯৬ কোটি টাকা সন্দেহজনক লেনদেন এসবের অভিযোগ এনেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের মামলায় কামাল আহমেদের ছেলে শাহেদ আহমেদ আসামি করা হয়েছে।
দুদক কর্মকর্তা কাজী সায়েমুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত থেকে প্রত্যাহারের বিষয়েও কথা বলেন। জানান, দুদক কর্মকর্তাকে প্রত্যাহারে বাংলাদেশ ব্যাংকের অভিযুক্তদের বিষয়ে তদন্ত বিঘ্নিত হবে না। এছাড়া দুদকের মামলায় অভিযুক্ত আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান দুদক ডিজি।