কক্সবাজার টেকনাফে নাফ নদী থেকে ট্রলার সহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকানার আর্মি। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার শাপলাং শাহাপুর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচএম সারতাজ বিন সৌরভ জানান সকালে নাফ নদীতে ট্রলারসহ চার জেলে নিয়ে মাছ ধরতে যান শাহপরীর দ্বীপের বাসিন্দা হাসান। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে করে আসা একদল আরাকান আর্মি অস্ত্রের মুখে ট্রলারটিকে ঘিরে ফেলে।
পরে জেলেসহ ট্রলারটি নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। খবর পাওয়ার পর থেকে অপহৃতদের উদ্ধার তৎপরতার পাশাপাশি নাফ নদীতে নজরদারি বৃদ্ধি করেছে কোস্টগার্ড।