গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ডোবা থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ১০ দিন পর শামসুল হাওলাদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সন্দেহজনক নারীকে ঘটনাস্থল থেকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার অন্তর ইউনিয়নের ব্রাহ্মণ খোলা এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয় আরো তিনজনকে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি গত ৩১ জানুয়ারি সিরাজদিখানের বাসাইল এলাকায় নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও তার কোনো সন্ধান মিলেনি।
এ ঘটনায় নিখোঁজের দুইদিন পর নিহতের স্বজনরা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করলে। অভিযানে নামে পুলিশ। পরে পরিত্যক্ত ডোবা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজদিখান সার্কেল সহকারী পুলিশ সুপার ইমরান খান জানান, নিহত শামসুল হাওলাদারের পরিবারের পক্ষ থেকে গত ৩ ফেব্রুয়ারি সিরাজদিখান থানা একটি জিডি করা হয়।