রাজ বাড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আজিজুল বেপারী নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। তার বয়স ৩২ বছর। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল বেপারি রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারি ছেলে। তিনি সিলেট সেনানিবাসের সৈনিক পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় নয়ন ও হাঁসার নামে আরো দুইজন গুরুতর আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। আজ বিকেলে বন্ধু নয়নকে নিয়ে মোটরসাইকেলে করে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন তিনি। পথিমধ্যে নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজিজুল মারা যান।