ইজরায়েল যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে পশ্চিম তীরে হামলার জেরে জিম্মি মুক্তি স্থগিতার ঘোষণা দিয়েছিল হামাস। এমন ঘোষনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাসকে গাজায় আটকে রাখা জিম্মিদের শনিবার দুপুরের মধ্যে মুক্তি দিতে হবে। না হলে তিনি ইসরাইল হামাস যুদ্ধ বিরোধী বাতিলের প্রস্তাব দিবেন। তারপর গাঁজা জাহান্নাম হবে।
ট্রাম্প বলেন, ‘আমি চাই বন্দিরা একসঙ্গে মুক্তি পাক, ধাপে ধাপে নয়। আমরা সবাইকে ফিরিয়ে আনতে চাই।’ গত ৪ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক ঘোষণায় ট্রাম্প গাজার ২২ লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসিত করার প্রস্তাব দেন।
তবে ইসরায়েলের আরব প্রতিবেশী মিশর ও জর্ডান মনে করছে, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে স্থানান্তরের যেকোনো পরিকল্পনা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।