মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে সিয়াম স্টোর নামের এক গুদাম থেকে দুঃস্থ জনগণের জন্য নির্ধারিত খাদ্য অধিদপ্তরের ২৩০ বস্তা চাল ও আটা জব্দ করা হয়েছে। সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুদামের ভেতরে থাকা সরকারি সিল যুক্ত বস্তা হতে চাল আটা বেসরকারি কোম্পানির নতুন বস্তায় পরিবর্তন করে বিক্রির প্রস্তুতি সময় দুই ট্রাকে ২৩০ বস্তা মালামাল আটক করে সেনাবাহিনী। তবে গুদাম ফাঁকা থাকায় সেখান থেকে কাউকে আটক করা যায়নি।
ধারণা করা হচ্ছে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে। বর্তমানে ট্রাকগুলো মোহাম্মদপুরের বসিলা সেনা ক্যাম্পে রয়েছে এবং গুদামটি তালাবদ্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
এ ব্যাপারে খাদ্য অধিদফতরের ডিলার গা ঢাকা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে খাদ্য অধিদফতরের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি দায়িত্ব এড়িয়ে যাবার চেষ্টা করেন।