মরক্কোর উত্তরাঞ্চলে ৫.৪ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। এক প্রতিবেদনে দেশটির সম্পদ মাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় উত্তর মরক্কোর কাসার এল কেবিনের কাছে ৫.৪ মাত্র একটি ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস ইউরোলজিক্যাল সার্ভে এ তথ্য জানায়।
ভূমিকম্পটি রাজধানী রাবাতসহ ভূমিকেন্দ্রের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে আফ্রিকার এই দেশটিতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।